পরমাণু শক্তি কমিশনে অযাচিত হস্তক্ষেপ করছে মন্ত্রণালয়
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন কমিশনের সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, পরমাণু শক্তি কমিশনে স্বায়ত্তশাসনের চরম সংকট সৃষ্টি হয়েছে। এতে বিজ্ঞানীদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে বাধা সৃষ্টি, বেতন বৈষম্য ও পদ অবনমন, নবীন বিজ্ঞানীদের অনুৎসাহিত করা, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে কমিশনের অধিকার খর্ব, উপযোগিতা যাচাই না করেই iBAS++ সিস্টেম চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। প্রয়োজনীয় পদ সৃষ্টি না হওয়ায় হচ্ছে না পদোন্নতি। এরই মধ্যে আটকে গেছে প্রায় ৬০০ বিজ্ঞানী ও ২৫০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা।