দীর্ঘ লড়াইয়ের পর ন্যায্যভাবে অধিকার ফিরে পেয়েছি
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। পরে এ নিয়ে রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এক প্রতিক্রিয়ায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দীর্ঘ আইনি লড়াই-সংগ্রাম করেছি। অবশেষে চলতি মাসের ১ জুন হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপীল বিভাগে দীর্ঘ লড়াইয়ের পর ন্যায্যভাবে আমাদের সেই অধিকারকে ফিরে পেয়েছি।