Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Two bulldozers were being taken toward Dhanmondi 32 via the front of Dhaka City College, accompanied by several young men who identified themselves as activists of various student organizations. This incident took place on Monday (17 November), ahead of the International Crimes Tribunal’s verdict in the crimes against humanity case against deposed Prime Minister Sheikh Hasina and two other accused. However, when they attempted to enter Dhanmondi 32 with the bulldozers, the police stopped them, saying that the country’s existing laws do not permit such actions. Security has been tightened across the capital centering the verdict, with additional checkpoints installed. Police and members of other law-enforcement agencies have taken positions at key intersections. The number of private vehicles on the roads has decreased, and recent crude-bomb explosions and arson attacks on buses have heightened public concern. Traffic movement around the High Court and tribunal areas has been restricted, and searches and questioning of suspected individuals are underway.

Card image

News Source

Ittefaq 18 Nov 25

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ধানমন্ডি ৩২ নম্বরের নিয়ন্ত্রণ এখন আইনশঙ্খলা বাহিনীর হাতে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে।

Jugantor 18 Nov 25

দিনভর উত্তেজনার পর ধানমন্ডিতে যান চলাচল স্বাভাবিক

সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রাত সাড়ে ৮টার পর থেকে উত্তেজনা পুনরায় বাড়তে থাকে। পুলিশ ও আন্দোলনকারী ছাত্র–জনতার মধ্যে রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত চার দফায় ধাওয়া–পালটা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর রাত ১০টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Jugantor 18 Nov 25

ধানমন্ডি ৩২: থেমে থেমে ধাওয়া–পালটা ধাওয়া

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া–পালটাধাওয়া ঘটনা সোমবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে চলেছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও আন্দোলনকারী ছাত্ররা উপস্থিত ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাসেল স্কয়ার থেকে মেট্রো শপিং মল পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Amar Desh 17 Nov 25

বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন উত্তপ্ত হয়ে ওঠেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

RTV 17 Nov 25

৩২ নম্বর ভাঙার বুলডোজার রুখে দিলো সেনাবাহিনী

দুটি বুলডোজারসহ কিছু তরুণ ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করলে রুখে দিয়েছে সেনাবাহিনী। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

RTV 17 Nov 25

ধানমন্ডি ৩২-এর সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ধানমণ্ডি ৩২ নম্বরের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Ittefaq 17 Nov 25

ধানমন্ডি ৩২- এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন তিনি।

Ittefaq 17 Nov 25

‘ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে উন্মুক্ত খেলার মাঠ হবে’

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ‘উন্মুক্ত খেলার মাঠে রূপান্তর’ করার দাবিতে বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয়েছেন জুলাই স্মৃতি পরিষদ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এ পৌঁছান তারা।

Jugantor 17 Nov 25

‘ধানমণ্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা ওখানে কাহিনী করতে থাকবে’

আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫% ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব বলে আক্ষেপ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।

Jugantor 17 Nov 25

ধানমন্ডি ৩২-এ বুলডোজার ঢুকতে দিচ্ছে না পুলিশ

বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দিয়েছে পুলিশ। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

Amar Desh 17 Nov 25

ধানমন্ডি ৩২ প্রাঙ্গণে বুলডোজার, জনতার ভিড়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার আনা হয়েছে। এ সময় উৎসুক জনতাকে সেখানে ভিড় করতে দেখা গেছে।

Ittefaq 17 Nov 25

ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। এক দল বিক্ষুব্ধ জনতা এগুলোর সঙ্গে যাচ্ছেন।

Jugantor 17 Nov 25

ধানমন্ডির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দুটি বুলডাজার

ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক দল তরুণ এগুলোর সঙ্গে যাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.