ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে বেইজিংয়ের আশ্বাসে আস্থা রাখছে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
চীনের নদীতে বাঁধ নির্মাণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের নদীগুলোর উৎস দেশের বাইরে। এসব নদীর উজানে অবকাঠামো নির্মাণ ঠেকানো সম্ভব নয়। আমাদের লক্ষ্য থাকবে, এসব প্রকল্প যেন বাংলাদেশের ক্ষতি না করে বা ক্ষতি সীমিত থাকে। চীনের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে ব্রহ্মপুত্র নদে জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।