এক হাটের পশু অন্য হাটে নিলে কঠোর ব্যবস্থা: র্যাব
ঈদুল আজহাকে সামনে রেখে পশুবাহী ট্রাক কিংবা এক হাটের গরু জোর করে অন্য হাটে নামিয়ে দেওয়ার যে অপপ্রবণতা রয়েছে, সেটিকে কঠোর হস্তে দমন করতে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ধরনের অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।