মিয়ানমার থেকে উদ্ধারকারী দলসহ আটক নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেছ মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। সঙ্গে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানো ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলকে দেশে ফেরত আনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে এসেছে নৌবাহিনী।