
ভারতের শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
ভারতের রাজধানী দিল্লির প্রায় ৫০টি স্কুলে বোমা হামলার হুমকির পর বেঙ্গালুরুর কমপক্ষে ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। ই-মেইলে পাওয়া এ হুমকি নিয়ে বেঙ্গালুরুর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।