পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন
শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ২০টি স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট, হাটবাজারসহ শতাধিক ঘরবাড়ি। আর এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।