কুয়েটের পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যাচ্ছে
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত কুয়েটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হবে। তারা কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলমান সমস্যার আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেবেন।