যে কারণে পদ থেকে সরানো হলো শাহজাহান চৌধুরীকে
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির পদ থেকে সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সরিয়ে দেওয়ার ঘটনা দলের নেতাকর্মী ও তার অনুসারীদের কাছে যেন ‘বিনা মেঘে বজ্রপাত।’ গত ১৩ জুন শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার তাকে সকালে সাতকানিয়া-লোহাগাড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসাবে ঘোষণা করেন। আর বিকালে শহরের দলীয় কার্যালয়ে এক দায়িত্বশীল সমাবেশে নগর আমিরের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। এই ঘোষণার পর তার অনুসারীরা অনেকটাই হতভম্ব হয়ে পড়েন। যার রেশ রয়েছে এখনো।