কোনো নয়ছয় বরদাশত করা হবে না: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয়, এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। ন্যায়বিচার যেন নিশ্চিত হয়। কোনো নয়ছয় বরদাশত করা হবে না।