পাহাড়ি ঢলে সোমেশ্বরীর দুই পাড় ছুঁই ছুঁই
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার বিজয়পুর জিরো পয়েন্ট দিয়ে ঢলের পানি নামতে শুরু করেছে। দুপুর পেরিয়ে যেতেই নদীর দুই পাড় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।