
আইনশৃঙ্খলা ২৪ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে না আনলে দুর্বার আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতারা সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।