-67dc4a8ba4ef0.jpg)
অবরুদ্ধ করে বেতন-বোনাস নিশ্চিত করলেন রসিক কর্মকর্তারা
বেতন-বোনাসের দাবিতে প্রধান ফটক বন্ধ করে প্রধান নির্বাহী ও হিসাবরক্ষণ দপ্তর অবরুদ্ধ করে সিটি করপোরেশনের (রসিক) কর্মচারীরা। এ অবস্থায় প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় অফিসের সব সেবা কার্যক্রম বন্ধ ছিল।