খেলাধুলার প্রসারে প্রতিটি খালি জায়গায় মাঠ তৈরি করবে বিএনপি: আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সারা বাংলাদেশে খেলাধুলার মাঠের ভয়াবহ সংকট রয়েছে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলার মাঠ অপরিহার্য। দীর্ঘ ২০ বছর ধরে আমরা মাঠের দাবি জানিয়ে আসছি, কিন্তু আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে খালি মাঠগুলো দখল করে স্থাপনা গড়ে তুলেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।