যুদ্ধ থামাতে অনলাইন পিটিশনে নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান ১ লাখ ২৮ হাজার ইসরাইলির
একটি যুদ্ধ যে কতদূর গড়াতে পারে এবং সেই যুদ্ধ যখন বন্দিদের ফিরিয়ে আনার পথ রুদ্ধ করে ফেলে—তখন কি দেশপ্রেম আর যুদ্ধপ্রেম এক জায়গায় দাঁড়ায়? খোদ ইসরাইলের ভেতরেই এখন এ প্রশ্নটিই তোলপাড় সৃষ্টি করছে। যার জবাবও মিলছে ইসরাইলিদের থেকেই।