
এখন থেকেই নির্বাচনের কাজ শুরু করার নির্দেশনা ডিসিদের
শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এ সম্মেলন থেকে আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন ডিসিরা। যা মাঠ প্রশাসনে বাস্তবায়ন করতে বলা হয়েছে তাদেরকে। সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।