-681a548a3c03d.jpg)
মহাপরিচালক ছাড়াই চলছে শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে জামিল আহমেদের পদত্যাগের পর গত দুই মাসে অভিভাবকহীন একাডেমির পরিষদের কোনো সভাও হয়নি। অবশ্য ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। তবে শিল্পকলার কার্যক্রম চলে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই। তাতে করে শিল্পকলার কার্যক্রম বন্ধ না হলেও, স্থবিরতা তৈরি হয়েছে বলেই মত দিয়েছেন পরিষদের সদস্যরা। বর্তমান পরিষদের সদস্য আজাদ আবুল কালাম বলেন, ‘সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক থাকার সময় যে পরিষদ সভা হয়েছিল, সেখানে আমরা সারা দেশে কাজের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো তো এখন থেমে আছে।’