আদিবাসী শব্দ ব্যবহারে বাঁধা এবং উপদেষ্টা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পদত্যাগ: সৈয়দ জামিল
শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার একপর্যায়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং শিল্পকলা একাডেমির সচিবের কাছেই তার পদত্যাগপত্র হস্তান্তর করেন।