Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

During last month’s 12-day air campaign against Iran, Israeli jets reportedly dropped unused bombs on Gaza during their return flights—a tactic that has become standard protocol. These bombings killed hundreds of Palestinians. In the past 21 months, Gaza has seen 57,130 deaths. While U.S. President Donald Trump has proposed a ceasefire framework, Hamas insists on guarantees to ensure a complete end to the conflict.

Card image

News Source

Jugantor 05 Jul 25

ইরান হামলার ১২ দিনে গাজায় শত শত বোমা ফেলেছে ইসরাইল

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। জানা যায়, গত মাসে ইরানে হামলার সময় গাজায় শত শত বোমা ফেলেছে ইসরাইল। ইসরাইলি বিমানবাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বার বাহিনীর সব স্কোয়াড্রনে এই উদ্যোগটি সম্প্রসারণ এবং এটিকে একটি প্রোটোকল করার আদেশ দিয়েছিলেন। নির্দেশনা মোতাবেক ১৩ থেকে ২৪ জুন ১২ দিনের প্রতিদিনই ডজন ডজন যুদ্ধবিমান ইরানে হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমাগুলো ফেলত গাজা উপত্যকায়। অবরুদ্ধ জনপদে দুবছর ধরে চলা এ হামলা শিগগিরই বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.