হাসিনাকে রেঁধে খাইয়ে কোটিপতি বাবুর্চি মোশারফ
আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কথা জোর গলায় বলতে শোনা গিয়েছিল শেখ হাসিনাকে। দীর্ঘ ১৬ বছরের শাসনামলে হাসিনার ছোঁয়ায় ভাগ্য বাদল হয়েছে এমন অনেকেরই। যাদের মধ্যে আছেন তার বাবুর্চি মোশারফ শেখও। নিত্য নতুন রান্না করে ভোজন রসিক হাসিনার মন জয় করে ফন্দি আঁটতেন এই বাবুর্চি। নিজ এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় খাদাতেন প্রভাব।