
দেশজুড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের গভীর উদ্বেগ
জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্যমে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। তবে এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কর্তব্যরত পুলিশের ওপর একাধিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।