
সেনাদের কবরে বিএনপির শ্রদ্ধা, দেশব্যাপী করবে দোয়া
জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বিডিআরের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তার স্মরণে আজ ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়াও নিহত সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং দেশব্যাপী দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে দলটি।