
পাথরঘাটায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
বরগুনার পাথরঘাটা উপজেলা-সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর নদের পর্যন্ত অভিযান চালিয়ে ৪২ পিস বেহুন্দী জাল, ১৮ পিস চরঘেরা দুয়ারী জাল, ৩ পিস মশারি নেট বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়।