
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর, ভেস্তে যাচ্ছে না তো যুদ্ধবিরতি?
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। কিন্তু, দীর্ঘস্থায়ী খুশি যেন লেখা নেই কাশ্মীরবাসীর কপালে; খবর মিলেছে আরও এক বিস্ফোরণের।