-67b4d548c38d6.jpg)
৪০ দিন ধরে নিখোঁজ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নু ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৮ জানুয়ারি নবাবগঞ্জের বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে বের হন তিনি। রাজশাহীতে পৌঁছানোর পর এখনো বাসায় ফিরেনি বিএনপির এই নেতা। তার মুঠোফোনেও যোগাযোগ করে পাচ্ছে না পরিবার।