করোনার প্রাদুর্ভাব: ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতা
ভারতের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থানে ওমিক্রনের একটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ এড়াতে আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।