Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

BNP leader Habib-Un-Nabi Khan Sohel criticized student involvement in empowering the current regime, calling it a serious misstep. He expressed disappointment over the corruption of political aides and questioned the role of self-proclaimed “masterminds” in current politics. He reiterated the party’s demand for a fair, neutral election backed by public support.

Card image

News Source

RTV 30 Apr 25

ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী

ছাত্রদের উপদেষ্টা হওয়া বিষয়ে সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকার যাওয়া (উপদেষ্টা হওয়া ভুল হয়েছে)। আমরা সব সময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক, ছাত্রনেতারা তারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। এরকম একটি গোষ্ঠী থাক। সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতায় লোভ তখন মনে কষ্ট হয়। যখন পত্রপত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস, এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এতো টাকা কামায় তাইলে পিএসরা কি করেছে? যখন আমাদের ছোট ভাইদের দেখে যখন মানুষ তির্যক দৃষ্টিতে দেখে তখন মনে কষ্ট লাগে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টা সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.