
ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
ছাত্রদের উপদেষ্টা হওয়া বিষয়ে সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকার যাওয়া (উপদেষ্টা হওয়া ভুল হয়েছে)। আমরা সব সময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক, ছাত্রনেতারা তারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। এরকম একটি গোষ্ঠী থাক। সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতায় লোভ তখন মনে কষ্ট হয়। যখন পত্রপত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস, এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এতো টাকা কামায় তাইলে পিএসরা কি করেছে? যখন আমাদের ছোট ভাইদের দেখে যখন মানুষ তির্যক দৃষ্টিতে দেখে তখন মনে কষ্ট লাগে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টা সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে।