জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে একমত
আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এছাড়া সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনে একমত তারা। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য হয়নি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকে এসব বিষয় ওঠে আসে।