ফ্যাসিবাদ মুক্ত ঈদ ছিল স্বতঃস্ফূর্ত এবং আনন্দময়: জয়নাল আবেদীন শিশির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত এবারের ঈদ ছিল স্বতঃস্ফূর্ত এবং আনন্দময়। দেশের মানুষ মন ভরে নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে। আনন্দ উপভোগ করেছে। ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল ভোগ করছে মানুষ। এ বিজয়ের ফলে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে এবারই প্রথম ঈদ উদযাপন করলো। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।