Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

A powerful earthquake measuring 5.7 on the Richter scale struck Bangladesh on Friday morning, shaking the capital Dhaka and several other regions. The tremor, which occurred at 10:39 a.m., had its epicenter in Madhabdi, Narsingdi, about 13 kilometers from Dhaka, according to the Bangladesh Meteorological Department. The quake caused widespread panic as residents rushed out of buildings, reporting falling objects and trembling furniture. The U.S. Geological Survey confirmed the magnitude and location of the quake. Tremors were also felt across the border in India, including in Kolkata and nearby areas, Indian media reported. The earthquake lasted only a few seconds but was strong enough to alarm residents in both countries. As of now, there have been no immediate reports of casualties or significant damage, though authorities are monitoring the situation closely.

Card image

News Source

1NOJOR 27 Nov 25

নরসিংদীর ঘোড়াশালে ৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও আশপাশের এলাকা

বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৬ দশমিক ২ মাইল। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে।

1NOJOR 22 Nov 25

ভূমিকম্প পরবর্তী ঝুঁকিতে ঢাবি ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনির কারণে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। শনিবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞসহ প্রকৌশল ও পরিকল্পনা দপ্তরের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে আবাসিক হলগুলোতে ঝুঁকি মূল্যায়ন ও সংস্কার প্রয়োজন। এ কারণে শিক্ষার্থীদের রবিবার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

1NOJOR 22 Nov 25

৩৬ ঘণ্টায় তৃতীয় ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, যা গত ৩৬ ঘণ্টায় তৃতীয়বারের মতো ঘটল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকার তিন মাইল দূরে, গভীরতা ৬.২ মাইল। এর আগে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে।

1NOJOR 22 Nov 25

২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প, গাজীপুরের বাইপাইলে ৩.৩ মাত্রার কম্পন রেকর্ড

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ঢাকার গাজীপুরের বাইপাইল এলাকায়। এর আগের দিন শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকশ মানুষ আহত হন।

1NOJOR 22 Nov 25

ঢাকা ও মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, নরসিংদী কেন উৎপত্তিস্থল ব্যাখ্যা বিশেষজ্ঞদের

শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের টেকটোনিক প্লেটের গভীরে রিভার্স ফল্টিংয়ের কারণে এই ভূমিকম্প ঘটে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশ তিনটি টেকটোনিক প্লেট—ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মিজ—এর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারীর মতে, দেশের অন্তত পাঁচটি ফল্ট লাইন রয়েছে, যার মধ্যে নোয়াখালী-সিলেট লাইনটি এ ভূমিকম্পের কারণ হতে পারে।

1NOJOR 22 Nov 25

বাংলাদেশ তিন ভূমিকম্প ঝুঁকি জোনে বিভক্ত, ঢাকাসহ সিলেট অঞ্চল সর্বোচ্চ ঝুঁকিতে

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলা জোন-১ হিসেবে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের নয়টি জেলা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি এই তালিকায় রয়েছে। খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জোন-৩ হিসেবে সর্বনিম্ন ঝুঁকিতে রয়েছে।

1NOJOR 22 Nov 25

ভূমিকম্পে ঢাকায় ১৪ ভবন ক্ষতিগ্রস্ত, কর্তৃপক্ষের নিরাপত্তা মূল্যায়ন চলছে

ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দিন আল ওয়াদুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে মালিবাগ, আরমানিটোলা, বনানী, কলাবাগান, বসুন্ধরা, শাহজালাল বিমানবন্দর এলাকা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থান রয়েছে।

1NOJOR 21 Nov 25

টেকটোনিক প্লেটের সংযোগ ও দুর্বল মাটির কারণে ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ তিনটি টেকটোনিক প্লেট—ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমার প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এসব প্লেটের ক্রমাগত নড়াচড়ায় ভূমির ভেতরে চাপ সৃষ্টি হয়, যা হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প ঘটে। দেশের ডাউকি, বগুড়া ও ত্রিপুরা ফল্ট জোনসহ বিভিন্ন সক্রিয় চ্যুতিতে শক্তি জমে থাকে, যা মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্প ঘটাতে পারে।

1NOJOR 21 Nov 25

৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ঢাকার ২১ লাখ ভবন পরীক্ষা জরুরি, বড় বিপর্যয়ের আশঙ্কা জানালেন অধ্যাপক আনসারী

শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী ঢাকার সব ভবনের তাৎক্ষণিক পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।

1NOJOR 21 Nov 25

নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দুইজন নিহত, শতাধিক আহত ও ভবন ক্ষতিগ্রস্ত

শুক্রবার সকালে নরসিংদী জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এক শিশুসহ দুইজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সকাল ১০টা ৪০ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

1NOJOR 21 Nov 25

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

1NOJOR 21 Nov 25

৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ তিন জেলায় সাতজন নিহত, আহত অর্ধশতাধিক

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। এতে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় মোট সাতজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

1NOJOR 21 Nov 25

৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আরও বড় ভূমিকম্পের আশঙ্কা জানালেন বিশেষজ্ঞ হুমায়ুন আখতার

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন, এই ভূমিকম্প ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।

1NOJOR 21 Nov 25

নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, বাবা আইসিইউতে

নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পে বাড়ির দেয়াল ধসে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

1NOJOR 21 Nov 25

ঘোড়াশালে ভূমিকম্পে বিদ্যুৎকেন্দ্রে আগুন, ভবনে ফাটল ও ২০ জন আহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং বাজারের দোকানপাটে সাজানো মালামাল পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হন। ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ভূমিকম্পের পর ঘোড়াশাল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা বিকল্প উপায়ে পুনরায় চালুর চেষ্টা চলছে। স্থানীয় দোকানদাররা কয়েক লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন। ভবনগুলোর ফাটল ও ক্ষতির কারণে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসী আতঙ্কে রয়েছে এবং কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.