Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

A powerful earthquake measuring 5.7 on the Richter scale struck Bangladesh on Friday morning, shaking the capital Dhaka and several other regions. The tremor, which occurred at 10:39 a.m., had its epicenter in Madhabdi, Narsingdi, about 13 kilometers from Dhaka, according to the Bangladesh Meteorological Department. The quake caused widespread panic as residents rushed out of buildings, reporting falling objects and trembling furniture. The U.S. Geological Survey confirmed the magnitude and location of the quake. Tremors were also felt across the border in India, including in Kolkata and nearby areas, Indian media reported. The earthquake lasted only a few seconds but was strong enough to alarm residents in both countries. As of now, there have been no immediate reports of casualties or significant damage, though authorities are monitoring the situation closely.

Card image

News Source

1nojor.com 21 Nov 25

আফটারশকের আশঙ্কা নেই জানাল আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প, যার শক্তি খুব বেশি নয়। তিনি বলেন, আপাতত এই ভূমিকম্পের কোনো আফটারশকের সম্ভাবনা পাওয়া যায়নি। সাধারণত ৪.৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্পে মাটির কাঁপুনি স্পষ্টভাবে অনুভূত হয়, তবে বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।

Jugantor 21 Nov 25

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। এ নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Jugantor 21 Nov 25

গুজবঃ ফ্যাক্টচেক নীলক্ষেতের ওই ভবন কি ভূমিকম্পে হেলে পড়েছে?

এই খবরটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। একটি ফটো কার্ডে দেখানো হয়েছে বিষয়টি। সপক্ষে প্রমাণ হিসেবে দেখানো হয়েছে ২০২৩ সালের গুগল থেকে পাওয়া একটি স্ক্রিনশটকে।

RTV 21 Nov 25

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু (আহত দুই)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

RTV 21 Nov 25

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

পুরান ঢাকায় রেলি ধ্বসে যে তিনজন মারা গিয়েছে, তাদের ভেতরে একজন ছিলেন সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থী রাফিউল। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ভূমিকম্পের সময় হঠাৎ ৫ তলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Jugantor 21 Nov 25

ভূমিকম্পে বাংলাদেশ কতটা ঝুঁকিতে

জানতে চাওয়া হয়েছিল আবহাওয়াবিদ ফারজানা সুলতানার কাছে। এই দু’টোর কোনোটাতেই বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি। ঝাঁকুনি অনুভব করেছে কেবল। তবে আজকের মাত্রা যদি আরও বেশি হতো, সেক্ষেত্রে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারতো। স্থায়িত্ব বা ম্যাগনিটিউড আরও বেশি হলে ঝাঁকুনি আরও বেশি হতে পারতো। ভবনে ফাটল ধরতে পারতো, বলেন তিনি। বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা—এ তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের ভেতরে ও বাইরে বড় বড় ফল্ট আছে।

RTV 21 Nov 25

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’

ভূমিকম্পের পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়। শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

Jugantor 21 Nov 25

টঙ্গীতে ভূমিকম্প, ২ শতাধিক পোশাক শ্রমিক আহত

ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানার অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

RTV 21 Nov 25

ঢাকায় হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালের এই ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বহু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকার আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

Jugantor 21 Nov 25

এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী

শুক্রবার সকালে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি।

Jugantor 21 Nov 25

রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩

শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী নিহত হন।

Jugantor 21 Nov 25

ভূমিকম্পের সময় করণীয়

বিভিন্ন সময় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় আমাদের। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প দেখা দেওয়ার কারণে পরিবেশ বিশেষজ্ঞদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভূমিকম্পের সময় যা করণীয় সে সম্পর্কে পরিবেশ বিশেষজ্ঞরা কিছু নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা মেনে চললে ভূমিকম্পের সময় বিপদ এড়ানো সম্ভব।

Jugantor 21 Nov 25

ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও, স্টেডিয়ামে যা হলো

ভূমিকম্পের পরপর সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ব্যতিক্রম ঘটেনি মাঠেও। গ্যালারি থেকে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ভূমিকম্প থেমে যেতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Jugantor 21 Nov 25

যে তিন কারণে ভূমিকম্প হয়

সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে— ভূ-পৃষ্ঠের হঠাৎ পরিবর্তন জনিত কারণে আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে শিলাচ্যুতিজনিত কারণে

Jugantor 21 Nov 25

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.