
জাবি ছাত্রদল ও বৈষম্যবিরোধী-শিবিরের পাল্টাপাল্টি অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী শনিবার (১ ফেব্রুয়ারি) তপশিল ঘোষণার কথা ছিল, কিন্তু পরিবেশ পরিষদের সুপারিশের ভিত্তিতে তা স্থগিত রাখা হয়। এ নিয়ে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো সংস্কারের পক্ষে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরসহ একাধিক সংগঠন দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে।