যুক্তরাজ্যে আদনান ইমাম ও রনির সম্পদ জব্দে দুদকের চিঠি
অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণ নিয়ে তা পাচার করে যুক্তরাজ্যে বিপুল সম্পদ গড়ে তুলেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। তাদের এসব সম্পদ জব্দে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।