সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করবেন না: এনসিপি
আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করব। আমরা সেকেন্ড রিপাবলিক চাই। এর মানে হচ্ছে নতুন সংবিধান। সেই সংবিধান তৈরির জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠন করে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। বিদ্যমান সংবিধানকে অক্ষুণ্ন এবং অপরিবর্তিত রেখে কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া সম্ভব নয়। সংস্কার, বিচার এবং একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এনসিপি সবসময় মাঠে থাকবে। আমরা একটি ডেমোক্রেটিক কাউন্সিলের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাব। সুতরাং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করে একে অপরের প্রতি আন্তরিক হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করছি।