Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Gana Adhikar Parishad leader Abu Hanif criticized the government for failing to officially ban the Awami League despite public opposition. He argued that the League had engaged in enforced disappearances and election rigging over the past 15 years, leading to the July uprising. He warned that any attempt to rehabilitate the party would be met with mass resistance.

Card image

News Source

RTV 21 Mar 25

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের উপর দমন-পীড়ন চালিয়েছে। যার ফলেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে এই দেশের জনগণ ৫ আগস্ট নিষিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে অফিসিয়াল নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.