স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনে মেলেনি উত্তর
পতিত আওয়ামী লীগ সরকার আমলে ব্যাপক তথ্য কারসাজির পরিপ্রেক্ষিতে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সুপারিশ দিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। এটি বাস্তবায়নে বারবার তাগাদাও দেওয়া হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। কিন্তু স্পষ্ট কোনো ধারণা দিচ্ছে না কোনো পক্ষই। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়, ড. হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে গঠিন টাস্কফোর্স এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।