‘জাতীয় সনদ ও নির্বাচন’ সংকট উত্তরণের পথ
বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বিরাজিত বাস্তবতার প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। জাতীয় সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন করতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, জাতীয় সনদ ও নির্বাচন বর্তমান সংকট উত্তরণের পথ।