
ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, আরও দুজন গ্রেপ্তার
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা (বহিষ্কৃত) মোহাম্মদ হোসাইন মিথুনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- বিলাল ওরফে কালা বিলাল ও আল ওয়াসি ওরফে এরিক। দুজনই কলাবাগান থানা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।