
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সিদের ভোটাধিকার দিতে যাচ্ছে সরকার
যুক্তরাজ্য সরকার দেশজুড়ে ১৬ ও ১৭ বছর বয়সিদের ভোটাধিকার প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংসদের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত এই পরিবর্তন দেশটির গণতান্ত্রিক ব্যবস্থায় এক বড় রকমের সংস্কার হিসেবে বিবেচিত হবে।