Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Before the crash, Flight Lieutenant Tawkir Islam, flying solo on a training mission in an F-7 aircraft, reported mechanical failure while passing over Uttara. He urgently contacted the control tower, saying, “The aircraft isn’t staying airborne. It feels like it’s rapidly descending.” The tower instructed him to eject immediately, but moments later, he lost control. Within 90 seconds, the jet crashed and caught fire, killing the pilot and injuring at least 25 others.

Card image

News Source

Jugantor 22 Jul 25

বিধ্বস্তের আগে সাহায্য চেয়ে নিয়ন্ত্রণ কক্ষকে যা বলেছিলেন পাইলট তৌকির

সোমবার তৌকির ইসলাম একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান নিয়ে ঢাকার কুর্মিটোলা পুরোনো এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা এলাকার আকাশে বিমান চালান। একপর্যায়ে উত্তরা এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি বিমানে যান্ত্রিক ত্রুটি টের পান। দ্রুত তিনি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সাহায্য চেয়ে বলেন, বিমান আকাশে ভাসছে না। মনে হচ্ছে বিমান দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছে। এ সময় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাকে দ্রুত ইজেক্ট করতে বলা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর দেড় মিনিটের মাথায় বিমানটি মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.