চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলায় আহত ৩
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে হেল্পডেস্ক বসানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১টার দিকে কলেজটির প্রধান গেটে এ ঘটনা ঘটে। শিবির দাবি করেছে, ছাত্রদল বিনা উসকানিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হামলায় শিবিরের ৩ নেতা আহত হয়েছেন। আহতরা হচ্ছেন মহানগর দক্ষিণ কলেজ সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহিক। তাদেরকে আগ্রবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ছাত্রশিবিরের নেতারা নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।