-67c1dafa7d11d.jpg)
কাবাডিতে নেপালকে শক্তি দেখাল বাংলাদেশ
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সেটা যে এমনি এমনি নয় সেটাই এবার টের পেয়েছে নেপাল। কাবাডিতে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি সফরকারী নেপাল। পাঁচ ম্যাচের সিরিজ লাল-সবুজের দল জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। শেষ ম্যাচে নেপাল হেরেছে ৪৫-২৭ পয়েন্টের ব্যবধানে।