-68ac857e5b973.jpg)
আমরা পিআর নির্বাচনের পক্ষে নই, অবাধ নিরপেক্ষ ভোট হতে হবে: মান্না
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই। আমরা অবাধ নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোট দিতে পারেন।