চলনবিলে নির্বিচারে শামুক নিধন, জীববৈচিত্র্য হুমকির মুখে
চলনবিলে বর্ষার পানি কমে যাওয়ায় ছোট-বড় বিভিন্ন আকৃতির শামুক পাওয়া যাচ্ছে। কর্মহীন কৃষক ও জেলেরা সেই শামুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। এসব শামুক হাঁস ও মাছের খাদ্য হিসাবে কিনছেন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। নির্বিচারে শামুক নিধনের ফলে বিলের জীববৈচিত