আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে : অর্থ উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনের পেছনে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, এনবিআর সংস্কার করা হচ্ছে, নানা অসঙ্গতির কারণে। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। আওয়ামী লীগ সরকারের সময় কিছুসংখ্যক ব্যবসায়ী সুবিধা পেত। ভালো ব্যবসায়ীরা সুবিধা পেত না। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।