আমার মৃত্যুর কারণে কেঁদো না: ছেলের জন্য লেখা সাংবাদিক মরিয়মের শেষ চিঠি
গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি হামলায় পাঁচ সাংবাদিক কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সেই হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। মৃত্যু যেকোনো সময় আসবে ভেবে একমাত্র ছেলে গাইথের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন তিনি। চিঠিতে আবু দাক্কা লেখেন,