-67e111f9ba00b.jpg)
গ্রিনল্যান্ড সফরে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, ডেনমার্কের উদ্বেগ
গ্রিনল্যান্ডের উপর দখলের আলোচনা জোরদার করার মধ্যে, যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সপ্তাহে গ্রিনল্যান্ড সফর করবে। তারা মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন ও একটি ঐতিহ্যবাহী কুকুরস্লেজ প্রতিযোগিতা দেখবেন।