মাস্ক ব্যবহারের নির্দেশনা মানছে না কেউ
দেশে করোনাভাইরাসের নতুন একটি উপ-ধরন (সাব-ভ্যারিয়েন্ট) এক্সএফজিতে আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ৩ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে ২২৫ জন রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্য বিভাগ যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। কিন্তু হাতেগোনা কিছু মানুষ ছাড়া কেউই মাস্ক পরিধানের মতো সাধারণ নির্দেশনাও মানছেন না।