
ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ।
The death toll has risen to 40 following a massive explosion at Iran’s largest commercial port, Shahid Rajaei, near Bandar Abbas. Over 1,000 people have been injured. The explosion shattered windows and rooftops of nearby buildings and destroyed numerous vehicles. Residents reported hearing the blast from up to 50 kilometers away. Authorities confirmed that six people are still missing.
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ।
The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.