Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

US President Donald Trump stated on Friday that there is no reason for Israel to halt its strikes on Iran, adding, “Israel is winning decisively. I want to give them a timeframe—two weeks at most. I want to see if Iran regains its senses.” Earlier, on Thursday, Trump said he would assess the situation for two weeks before deciding on further military action against Iran.

Card image

News Source

Jugantor 21 Jun 25

ইরানকে ‘সর্বোচ্চ সময়’ বেধে দিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরানের হাতে সর্বোচ্চ দুই সপ্তাহের সময় রয়েছে।’ দেশটির স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগের দিন অর্থাৎ, বৃহস্পতিবার ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা জানান। এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.